২ জানুয়ারী ১৯৭২ঃ প্রধানমন্ত্রী তাজউদ্দীন
প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ সংবাদপত্র সম্পাদকদের সাথে এক বৈঠকে মিলিত হন। তিনি বাংলাদেশকে একটি গনতান্ত্রিক, ধর্ম নিরপেক্ষ, সমাজতান্ত্রিক রাষ্ট্রে পুনর্গঠিত করার কাজে সর্বাত্মক সহযোগিতা দানের জন্য দেশের সাংবাদিক সমাজের নিকট আহ্বান জানান। তিনি বলেন বাংলাদেশ সরকার একটি বিপ্লবী সরকার এবং দেশের সব কিছুই বিপ্লবের এবং যুদ্ধাবস্থার গতিতে চলবে। হানাদার বাহিনীর নির্যাতন সত্ত্বেও যে সকল সাংবাদিক মুক্তিযুদ্ধের জন্য কাজ করেছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। সরকার এদিন কতিপয় সংবাপত্রের জন্য সংবাদপত্র প্রশাসন আদেশ জারী করেন। বৌদ্ধদের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী তাজ উদ্দিনের সাথে সাক্ষাৎ করেন। জনাব তাজ তাদের জানান দেশে ধর্মের ভিত্তিতে কোন রাজনৈতিক দল থাকবে না। তিনি বলেন বাংলাদেশ হবে একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। রাষ্ট্র কোন ধর্মের ব্যাপারে হস্তক্ষেপ করবে না। ধর্মীয় ভিত্তিতে দেশে সংখ্যালঘু বলতে কিছু থাকবে না।