You dont have javascript enabled! Please enable it!

১ জানুয়ারী ১৯৭২ঃ বেগম মুজিবের সাথে সাক্ষাৎ

নারায়নগঞ্জের মুজিব বাহিনীর সদস্যরা বেগম মুজিবের সাথে দেখা করে নববর্ষের শুভেচ্ছা জানান। খাদ্য ও কৃষিমন্ত্রী ফণী ভূষণ মজুমদার বেগম মুজিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি সেখানে কিছুক্ষন অবস্থান করেন এবং পরিবারের সকলের খোজ খবর নেন। ভারতের বিশিষ্ট রাজনীতিবিদ জয় প্রকাশ নারায়নের সহচর গান্ধী শান্তি পরিষদ সদস্য নিতিশ রায় চৌধুরী বেগম মুজিবের সাথে দেখা করেছেন। পোল্যান্ডের ভাইস কন্সাল জেনারেল রোমান পোলাক গতকাল বেগম মুজিবের সাথে সাক্ষাৎ করেছলাক্তিনি বেগম মুজিবকে পোল্যান্ড বাসীর পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানান এবং তার দেশের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার দেন।