You dont have javascript enabled! Please enable it!

১ জানুয়ারী ১৯৭২ঃ শেখ মনির বিবৃতি

মুজিব বাহিনী পূর্বাঞ্চলীয় কমান্ড প্রধান শেখ ফজলুল হক মনি বলেছেন কিছু সংখ্যক লোক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের নাম ভাঙ্গিয়ে চাদা আদায় বাড়িঘর ও অন্য কিছু দখল সহ নানাবিধ অপকর্ম ও সুবিধা আদায় করে যাচ্ছে। এ সকল দুষ্কৃতিকারীরা আমাদের মহান নেতার আত্মীয় পরিচয় দিয়ে যাচ্ছে। তিনি এ ধরনের কাজে লিপ্ত বেক্তিদের ধরে উপযুক্ত কতৃপক্ষের নিকট সোপর্দ করার আহবান জানিয়েছেন। তিনি বলেন কোন পরিস্থিতিতেই জাতির পিতার পরিবারের নাম ভাঙ্গানোর অধিকার কারো নেই। শেখ মনি আজই এক সফরে কলকাতা যাচ্ছেন।