১ জানুয়ারী ১৯৭২ঃ শহর আওয়ামী লীগের মহিলা শাখার সভা।
বিকেলে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে শহর আওয়ামী লীগের মহিলা শাখার সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা শেখ মুজিবুর রহমানের বিনা শর্তে মুক্তি দাবী করে এবং এ লক্ষে পাকিস্তানের উপর প্রভাব বিস্তারের জন্য শান্তিকামী রাষ্ট্রের প্রতি অনুরোধ জানানো হয়। অনুষ্ঠানে ঢাকা শহর আওয়ামী লীগের মহিলা শাখার সাধারন সম্পাদিকা সাজেদা চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি তার বক্তৃতায় দেশের সকল মহিলাকে দেশ পুনর্গঠন কাজে আত্মনিয়োগ করার আহবান জানান। তিনি আদর্শগত ও রাজনৈতিক ভেদাভেদ ভুলে প্রিয় নেতা শেখ মুজিবুর রহমানের নীতি গনতন্ত্র সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা অর্জনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য মহিলা সমাজের প্রতি আহবান জানান। তিনি বলেন বঙ্গবন্ধুর ডাকে দেশের স্বাধীনতা অর্জনের জন্য শুধু পুরুষরাই অস্র ধরেনি মহিলারাও অস্র ধরেছিল এবং পুরুষদের সাথে মিলে যুদ্ধও করেছিল ।