You dont have javascript enabled! Please enable it! 1972.01.01 | ন্যাপ ও ছাত্র ইউনিয়ন - সংগ্রামের নোটবুক

১ জানুয়ারী ১৯৭২ঃ ন্যাপ ও ছাত্র ইউনিয়ন

আজিমপুরে ন্যাপ (মোজাফফর) এর এক কর্মী সভায় মহিউদ্দিন আহমেদ দেশ পুনর্গঠনের জন্য দলমত নির্বিশেষে সকল কে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানিয়েছেন। দেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য সকল কে সরকারের সাথে সহযোগিতা করার প্রয়োজন। তিনি বলেন বাংলাদেশ আজ বাস্তব সত্য। সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্র এ সত্যকে উপলব্দি করতে পারবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন বিশ্ব রাষ্ট্র সমুহের অবিলম্বে বাংলাদেশকে বন্ধুত্তের হাত সম্প্রসারিত করে অবিলম্বে বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার আহবান জানান। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় সহযোগিতা করার জন্য তিনি ভারত ও সোভিয়েত ইউনিয়নের প্রতি আহবান জানান, ছাত্র ইউনিয়ন ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদ যৌথভাবে শহীদ মিনারে কবিতা আবৃত্তি ও সঙ্গীতের আয়োজন করেন। অনুষ্ঠানের শুরুতে ছাত্র ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম নাহিদ সংখিপ্ত ভাষণ দেন। আবৃত্তি করেন কবি শামশুর রহমান গান পরিবেশন করেন লুতফর রহমান, জাহেদুর রহিম, ইকবাল আহমেদ, বিলকিস নাসিরুদ্দিন, মালেকা আজিম সহ আরও অনেকে।