১ জানুয়ারী ১৯৭২ঃ আব্দুস সামাদ আজাদ
ভারতের সীমান্ত রক্ষীবাহিনী আইজি গোলক মজুমদার বঙ্গভবনে পর রাষ্ট্র মন্ত্রী আব্দুস সামাদ আজাদের সাথে দেখা করেছেন। আব্দুস সামাদ আজাদ বলেছেন কায়রোতে ১০ জানুয়ারী থেকে অনুষ্ঠিতব্য আফ্র এশিয়ান সম্মেলনে বাংলাদেশ দ্রুত প্রতিনিধি পাঠাবে। তিনি বলেন ৭১ সালের আগের সম্মেলনে তারা আমাদের প্রতিনিধিত্ব গ্রহন করেনি। ঢাকায় আগত চেকোস্লভিয়ান বাণিজ্য প্রতিনিধিদল পর রাষ্ট্র মন্ত্রী আব্দুস সামাদ আজাদের সাথে সাক্ষাৎ করেছেন। তিনি প্রতিনিধিকে বলেন এখন প্রথম কাজ হচ্ছে উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠা এবং শেখ মুজিবুর রহমানের মুক্তি। প্রতিনিধিদল মন্ত্রীকে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি সম্পর্কে একটি ধারনা দেন।