You dont have javascript enabled! Please enable it! 1972.01.01 | অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম - সংগ্রামের নোটবুক

১ জানুয়ারী ১৯৭২ঃ অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম

ভারতের মেঘালয়ের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ক্যাপ্টেন ডব্লিউ সাঙ্ঘমা বঙ্গভবনে অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম এর সাথে দেখা করেছেন। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ আলোচনা করেছেন। অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম তাহার রাজ্যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে মুক্তিযোদ্ধাদের আশ্রয়, প্রশিক্ষণ, যুদ্ধ সহযোগিতা, শরণার্থী আশ্রয়ে তার সরকার ও জনগনের ভুমিকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভারতের বিহারের পাটনার তখতশাহী ক্যাপ্টেন ভুগজা সিংহ, যোগিন্দার সিংহ যোগী এবং সনেট সিংহ বঙ্গভবনে অস্থায়ী প্রেসিডেন্ট নজরুল ইসলামের সাথে দেখা করে একটি তরবারি উপহার দেন। নববর্ষ উপলক্ষে অস্থায়ী প্রেসিডেন্ট নজরুল ইসলা্ম ভারতের প্রেসিডেন্ট ভুটানের রাজা এবং সোভিয়েত প্রেসিডেন্ট এর কাছে শুভেচ্ছা পাঠিয়েছেন।