১ জানুয়ারী ১৯৭২ঃ ভিভি গিরি
ভারতের প্রেসিডেন্ট ভিভি গিরি বলেছেন যারা সশস্র হটকারিতার পন্থা গ্রহনের সাহস দেখায় পাকিস্তানের সাথে সাম্প্রতিক যুদ্ধ থেকে তারা কিছু শিক্ষা পেয়েছে বলে তিনি আশা করেন। তিনি বলেন ১৯৭১ সাল ছিল পাকিস্তানের জন্য কঠিন পরীক্ষার বছর। তবে এটা গর্বের কথা যে আমরা একাত্ম হয়ে শুধু মাতৃভূমি রক্ষার জন্য যুদ্ধ করিনি এক সামরিক জান্তার নিষ্ঠুর নির্যাতন থেকে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষকে মুক্ত করেছি। তিনি বলেন আমরা কারো ভুমি দখল করতে চাই না এবং যুদ্ধকে ঘৃণা করি। আমি আবার বলছি পাকিস্তানের জনগনের প্রতি আমাদের কোন বিদ্বেষ নেই। তিনি আশা করেন পাকিস্তান এখন সৎ প্রতিবেশীমূলক ভাবে বাস করবে এবং সামরিক শক্তির দম্ভের উপর বিশ্বাস না রেখে নিজ জনগনের কল্যাণের জন্য নিয়োজিত হবেন বলে আশা করেন।