১ জানুয়ারী ১৯৭২ঃ আব্দুস সামাদ আজাদের সাথে মার্কিন কন্সাল জেনারেলের বৈঠক
মার্কিন কন্সাল জেনারেল স্পিভাক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের সাথে বৈঠকে মিলিত হন। আব্দুস সামাদ আজাদ স্পিভাক কে বলেন আমরা সকল দেশের সাথে বন্ধুত্ব কামনা করি এ বন্ধুত্ব হবে আমাদের সার্বভৌমত্ব জাতীয় মর্যাদা ও স্বাধীনতার প্রতি শ্রদ্ধার ভিত্তিতে। তিনি বলেন তিনি আশা করেন মার্কিন যুক্তরাষ্ট্র এ অবস্থার পরিবর্তনের সকল প্রকার উদ্যোগ থেকে বিরত রাখবে। তিনি স্পিভাক কে বলেন তার দেশের নাগরিকরা এ দেশেই ছিল তারা নিরাপদ বোধ করছে কিনা উত্তরে স্পিভাক বলেন হা। তিনি বলেন শেখ মুজিবুর রহমান মুক্ত না হওয়ায় তার দেশের জনগন আনন্দ উতসব থেকে বঞ্চিত তাই তারা এবারের নববর্ষও পালন করছে না। তিনি বলেন শেখ মুজিবুর রহমান মুক্তি পেলে মুক্তিযুদ্ধের সময় সৃষ্ট পাকিস্তানের সাথে তিক্ততা হ্রাস পাবে। তিনি অবিলম্বে বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার জন্য মার্কিন সরকারকে অনুরধ জানান। প্রতিউত্তরে স্পিভাক বলেন স্বীকৃতি এবং শেখ মুজিবের মুক্তির বিষয়ে তিনি তার সরকারকে জানাবেন। তিনি স্পিভাকের সাথে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন।