১ জানুয়ারী ১৯৭২ঃ মিজোদের প্রতি রাষ্ট্রীয় ক্ষমা ও ব্যাপক আত্মসমর্পণ
ভারত সরকার ক্ষমা ঘোষণার পর ১৩ জন শীর্ষ মিজো গেরিলা কম্যান্ডার সহ ৩২৩ গেরিলা আত্মসমর্পণ করেছে। এদের কাছ থেকে জানা যায় আরও বিপুল সংখ্যক গেরিলা আত্মসমর্পণ করবে। মিজো গেরিলারা সাবেক পূর্ব পাকিস্তানে অবস্থান করে গেরিলা তৎপরতা চালিয়ে যাচ্ছিল। চীন ও পাকিস্তান তাদের অস্র ও প্রশিক্ষন দিত। এদের প্রবাসী সরকার রাঙ্গামাটিতে অবস্থান করতো। পাকিস্তানী সেনাবাহিনী যখন ঢাকায় আত্মসমর্পণ করে তখন পার্বত্য চট্টগ্রামে ১০০০ মিজো গেরিলা অবস্থান করছিল। এর পর পর তারা ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে ছড়িয়ে পড়ে। মিজো গেরিলারা ক্ষমার সুযোগ নিয়ে মিজোরামকে ইউনিয়ন টেরিটরি হিসেবে গ্রহন করে তার উন্নয়নে মনোনিবেশ করতে চায়।