৩১ মার্চ ১৯৭১
৩১ তারিখে আখাউড়া থেকে তৎকালীন ইপি-আর (বর্তমানে বিডিআর ) নায়েক সুবেদার গোলাম আম্বিয়া ডিফেন্স নিয়েছিলেন। আখাউড়াতে ইপি-আর এর সৈন্যরা পাঞ্জাবীদের ঘেরাও করে রাখে। তারপর ৩১ তারিখে সারাদিন গোলাগুলী হওয়ার পর কিছু পাঞ্জাবী সৈন্য মারা যায় ও কিছু ধরা পড়ে। কিন্তু ৭ জন পাঞ্জাবী পালিয়ে যায়। তারপর ঐ ৭ জন পাঞ্জাবী সৈন্যকে গ্রামের ভিতর বাঙালীরা ধরে মেরে ফেলে।
ব্রাহ্মণবাড়িয়াতে যে সমস্ত পাঞ্জাবী অফিসার আটক হয় তারা হলোঃ
১) লেঃ কর্নেল খিজির হায়াৎ খান, সিও ৪ বেঙ্গল
২) মেজর সাদেক নেওয়াজ, ৪ বেঙ্গল
৩) লেফটেন্যান্ট আমজাদ সাইদ ৪ বেঙ্গল
তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া থেকে, শাহবাজপুর, সরাইল হয়ে তেলিয়াপাড়া নিয়ে যাওয়া হয়। তারপর তাদেরকে ভারতীয় সৈন্যদের কাছে দিয়ে দেয়া হয়। তাদেরকে বাঙালীরা হত্যা করতে পারতো কিন্তু ঐ পাঞ্জাবী অফিসাররা বাঙালীদের সাথে পূর্বে কোনোদিন বৈরী আচরণ করেনি তাই তাদের হত্যা করেনি।