১ জানুয়ারী ১৯৭২ঃ ব্যাংকিং কার্যক্রম চালু
স্বাধীনের ১৮ দিন পর দেশের ভিতরে সকল ব্যাঙ্কের কার্যক্রম চালু হয়েছে। ব্যাঙ্ক গুলি হল বাঙালি মালিকানাধীন ইস্টার্ন মার্কেন্তাইল ব্যাঙ্ক, ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন সহ পশ্চিম পাকিস্তানী মালিকানাধীন ১০টি ব্যাঙ্ক। আমানতকারিদের টাকা উত্তোলনে সরকার একটি সিলিং নির্ধারণ করে দিয়েছেন।