You dont have javascript enabled! Please enable it! 1972.01.01 | চট্টগ্রামের সাথে বিকল্প ট্রেন যোগাযোগ - সংগ্রামের নোটবুক

১ জানুয়ারী ১৯৭২ঃ চট্টগ্রামের সাথে বিকল্প ট্রেন যোগাযোগ

ঢাকা ও চট্টগ্রামের মধ্যে বিকল্প রেল যোগাযোগ স্থাপন করা হয়েছে। যে সকল যাত্রীরা এ সুবিধা গ্রহন করতে ইচ্ছুক তাদের ঢাকার সদর ঘাটে/ বাদামতলি ঘাটে রেলওয়ে সকাল ৮ ঘটিকায় ফেরীর টিকেট গ্রহন করে আসন গ্রহন করতে হবে। তাদের এ ফেরীতে দুপুর সাড়ে ১২ টায় চাঁদপুর পৌঁছে দেয়া হবে। চাদপুর থেকে তাদের নিজ উদ্যোগে ট্রেনে আরোহণ করতে হবে। দুপুর একটায় ট্রেন ছেড়ে যাবে। বেলা সারে চারটায় মুহুরি স্টেশনে তাদের নামিয়ে দেয়া হবে। এখানে যাত্রীরা আবার রেল ফেরীতে উঠবেন এবার তাদের ধুম স্টেশনে নামিয়ে দেয়া হবে। যাত্রীদের এখানে সাড়ে ৬ কিমি পথ পায়ে হেটে ধুম স্টেশনে যেতে হবে। ধুম থেকে ট্রেন ছেড়ে রাত ৯ টায় চট্টগ্রাম পৌছবে।
চট্টগ্রাম থেকে অনুরুপ ভাবে সকাল ৮ টায় ট্রেন ছাড়বে। ধুম নেমে যাত্রীরা সাড়ে ৬ কিমি পায়ে হেটে রেল ফেরীতে আরোহণ করবেন তাদের মুহুরিগঞ্জে নামিয়ে দেয়া হবে সেখান থেকে ট্রেন যোগে চাদপুর পৌছবে। চাদপুর থেকে ফেরীতে বাদামতলি ফিরে আসবেন যাত্রীরা।