৩১ ডিসেম্বর ১৯৭১ঃ মুক্তিযোদ্ধাদের আনন্দ মিছিল ও ২ বেঙ্গলের ঢাকা অবস্থান
ঢাকার বিভিন্ন রাজপথে মুক্তিযোদ্ধারা অস্র সহ দুই লাইনে বা এক লাইনে রুট মার্চ করে। কোথাও ট্রাকে বা জীপে শোভাযাত্রা করে। মুক্তিযোদ্ধাদের বেশিরভাগই ছিল মেজর হায়দারের গেরিলা। েএদিকে ঢাকায় প্রথম আগমনকারী ২ বেঙ্গলকে ঢাকায় রেখে দেয়া হয়েছে। ক্যান্টনমেন্ট না পাওয়ায় তারা রেসকোর্স এ অবস্থান নিয়েছে। এ ব্যাটেলিয়নের সিও মেজর মইনুল সহকারী মেজর মতিউর (অতিরিক্ত দায়িত্ব)। এ কোম্পানি কম্যান্ডার মেজর মতিউর সহকারী লেঃ আমিনুল হক। বি কোম্পানি কম্যান্ডার —- সহকারী লেঃ সেলিম। সি কোম্পানি কম্যান্ডার মেজর ইব্রাহীম সহকারী —। এ ব্যাটেলিয়নের ডি কোম্পানি লেঃ হেলাল মোরশেদের নেতৃত্ব এ চট্টগ্রাম সেক্টরে নিয়োজিত ছিলেন। মেডিক্যাল অফিসার লেঃ আবুল হোসেন এডজুডেনট লেঃ সাইয়িদ।
নোটঃ ঢাকায় একই সময়ে মেজর মতিনের ১১ বেঙ্গলও অবস্থান নিয়েছিল।