৩১ ডিসেম্বর ১৯৭১ঃ কম্যুনিস্ট পার্টির অফিস উদ্বোধন এবং সভা
পল্টনে দলীয় কার্যালয়ে বাংলাদেশের কম্যুনিস্ট পার্টির অফিস উদ্বোধন করা হয়। দলটি ১৯৫৪ সাল থেকে নিষিদ্ধ ছিল। মনি সিংহ এর সভাপতিত্তে দলীয় কার্যালয়ে বাংলাদেশের কম্যুনিস্ট পার্টি এক সভার আয়োজন করে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোভিয়েত কন্সাল জেনারেল ভিএফ পোপভ। সভায় আব্দুস সালাম বক্তৃতা করেন। সভায় বক্তাগণ শেখ মুজিবের মুক্তি দাবি করেন এবং বর্তমান সরকারকে রাষ্ট্র পরিচালনায় সকল প্রকার সহায়তা দিয়ে যাবেন বলে জানান।