৩১ ডিসেম্বর ১৯৭১ঃ ব্যাঙ্ক বিষয়ক
সরকার সকল ব্যাঙ্কের হিসাব ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দেয়ায় প্রায় সব ব্যাঙ্ক তা পালন করতে অসমর্থ হওয়ায় তাদের ৭২ সালের ৩১ মার্চ পর্যন্ত সময় দেয়া হয়েছে।
সরকার সাবেক বাংলাদেশী মালিকানাধীন ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশন এবং ইস্টার্ন মারকেন্তাইল ব্যাংকিং কর্পোরেশনকে লন্ডনে তাদের শাখা খোলার অনুমতি দিয়েছে।
সরকার শিল্প উন্নয়ন ব্যাঙ্কের জন্য আনম—চৌধুরীকে নিযুক্ত করেছে।
সরকার বর্ণিত ব্যাঙ্ক সমুহের জন্য নিম্নবর্ণিত বেক্তিদের প্রশাসক নিয়োগ দিয়েছে তারা হলেন
এম ফজলুর রহমান, ন্যাশনাল ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অব ভাওয়ালপুর।
জি এম চৌধুরী ইউনাইটেড ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক
আজিজ আহমেদ হাবিব ব্যাঙ্ক
এ জলিল প্রিমিয়ার ব্যাঙ্ক
শামসুদ্দিন আহমেদ চৌধুরী কমার্স ব্যাঙ্ক
লুতফর রহমান ষ্ট্যাণ্ডার্ড ব্যাঙ্ক
হেমায়েত উদ্দিন অষ্টলেশিয়া ব্যাঙ্ক
মেসবাহুর রহমান এগ্রিকালচারাল ব্যাংক
সরকার বিজ্ঞপ্তিতে জানিয়েছে আগামিকাল থেকে ব্যাঙ্ক গুলো চালু হচ্ছে।