You dont have javascript enabled! Please enable it!

ওপার বাঙলার পাশে এপার বাঙলা

কলকাতা, ১৪ এপ্রিল (সংবাদদাতা)– রাজশাহী সম্মিলনীর কার্যনির্বাহক সমিতির এক সভা থেকে গত ১০ এপ্রিল বাঙলাদেশের স্বাধীনতা সংগ্রামে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানানাে হয়।
সভায় গৃহীত এক প্রস্তাবে ভারত সরকারকে অবিলম্বে স্বাধীন বাঙলাদেশ সরকারকে স্বীকৃতিদানের দাবি জানানাে হয়।
সম্মিলনীয় পক্ষ থেকে সংশ্লিষ্ট প্রত্যেক সভাকে মুক্তিফৌজের সাহায্যার্থে সাহায্য তহবিলে মুক্তহস্তে দানের জন্যও অনুরােধ জানানাে হয়েছে।
রংপুর সম্মিলনীর উদ্যোগ
সম্প্রতি অনুষ্ঠিত রংপুর সম্মিলনীর একসভা থেকে মুক্তি যােদ্ধাদের সাহায্যার্থে সাহায্য তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
রংপুরের অধিবাসীদের শ্রী শচীন রায়, প্লট নং ৬,৩৪৪ নং নেতাজী সুভাস চন্দ্র রােড, কলিকাতা ৪৭ (ফোন ৪৬-৮১৫১) ঠিকানায় যােগাযােগ করতে সম্মিলনীর পক্ষ থেকে অনুরােধ জানানাে হয়েছে।
মেদিনীপুরের ছাত্রদের রক্ত সংহতি।
গতকাল মেদিনীপুরের ছাত্রযুবকরা বিদ্যাসগার স্মৃতি মন্দিরে ওপার বাঙলার প্রতি রক্তসংহতি জানিয়েছেন।
শতাধিক ইচ্ছুক ছাত্রযুবকের মধ্যে মাত্র ৪০ জনের রক্ত গ্রহণ করা হয়। বাঙলাদেশ মুক্তিসংগ্রাম সহায়ক কমিটির মেদিনীপুর জেল কমিটির সাধারণ সম্পাদক শ্রী দেবেন দাশ রক্ত গ্রহণের সময় উপস্থিত ছিলেন।

খড়গপুরের সিনেমা হল কর্মচারীদের দান
খড়গপুর শহরের বােষে মিলনী ও অরােবা সিনেমা হলেন কর্মচারীরা সম্প্রতি বাঙলাদেশের মুক্তিযােদ্ধাদের সাহায্যার্থে ২৫৩ টাকা দান করেছেন।

খড়গপুর যুবসংঘ
খড়গপুর যুবসংঘ পশ্চিমবঙ্গ যুবসংঘের সম্পাদকের হাতে মুক্তিযােদ্ধাদের সাহায্যার্থে ৩০০ টাকা এবং পাঁচ পেটি ঔষধ দিয়েছেন।

বাঁকুড়ায় নাগরিক সভা
বাকুড়া পৌরসভা ভবনে গত ৮ এপ্রিল অনুষ্ঠিত এক নাগরিক সভা থেকে বাঙলাদেশের মুক্তিসংগ্রামের প্রতি সংহতি জানানাে হয়। স্থানীয় কমিউনিস্ট নেতা শ্রী বীরেশ্বর ঘােষ সভায় পৌরােহিত্য করেন।
স্থানীয় কমিউনিস্ট পার্টি, ইন্দিরা কংগ্রেস, বাঙলা কংগ্রেস, পি-এস-পি, এস-এস-পি, এস-পি নিদলীয় প্রতিনিধিদের নিয়ে বাঙলাদেশ মুক্তিসংগ্রাম সাহায্য কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন যথাক্রমে মৃত্যুঞ্জয় চ্যাটার্জী, কাশীনাথ মিত্র ও বিজয় কুমার মন্ডল।
পাকুড়ায় নাগরিক কনভেনশন
স্বাধীন বাঙলাদেশের মুক্তি সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে আজ পাশকুড়ার চারুলতা টকিজে নাগরিক কনভেনশন অনুষ্ঠিত হয়।
সর্বশ্রী ডাঃ ওমর আলি, অজয় দাস, চন্দ্রশেখর মুখার্জী, নিরঞ্জন পেরিয়াল প্রমুখ ওপার বাংলার প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন।
সর্বশ্রী নলিনী মাহীত ও ডা: ওমর আলিকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করে একটি সহায়ক কমিটি গঠন করা হয়েছে।

সূত্র: কালান্তর, ১৫.৪.১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!