৩০ ডিসেম্বর ১৯৭১ঃ যুদ্ধবন্দী ক্যাম্পে বিদেশী সাংবাদিক প্রতিনিধিদল
ঢাকা ক্যান্টনমেন্ট এর যুদ্ধবন্দী ক্যাম্পে একদল বিদেশী সাংবাদিক প্রতিনিধিদল পরিদর্শন করেছেন। আজ ছিল যুদ্ধবন্দীদের কলকাতা নেয়ার শেষ কার্যদিবস। তবে এখনও অনেক যুদ্ধবন্দী রয়ে গেছে। যারা রয়ে গেছে তারা মূলত মেডিক্যাল কোর এবং বিমান বাহিনীর। সাংবাদিকদল সাবেক গভর্নর মালিক ও তার বিদেশী স্ত্রীর ছবি ধারন করেন। এ সময় উপস্থিত ছিলেন যুদ্ধবন্দী স্থানান্তরের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মেজর জেনারেল এইচ এস ক্লের। সাংবাদিক দল তাদের সাথে কিছুক্ষন কথাবার্তা বলেন।