You dont have javascript enabled! Please enable it! 1971.12.29 | বাংলাদেশ ভারত ট্রেন যোগাযোগ চালু - সংগ্রামের নোটবুক

২৯ ডিসেম্বর ১৯৭১ঃ বাংলাদেশ ভারত ট্রেন যোগাযোগ চালু

২৫ মার্চ এর পর প্রথম বারের মত বাংলাদেশ ভারত ট্রেন যোগাযোগ চালু হয়েছে আপাতত যশোর পর্যন্ত তা চালু হয়েছে। বনগাও থেকে একটি বিশেষ ট্রেনে ভারতের পূর্বাঞ্চলীয় কম্যান্ডের সেনা অধিনায়ক লেঃ জেনারেল জগজিৎ সিং অরোরা যশোর পৌঁছে ট্রেন চলাচলের উদ্বোধন করেন। যশোর রেল স্টেশনে অরোরাকে প্রাণঢালা সংবর্ধনা দেয়া হয়। তাকে জনতা বক্তব্য দেয়ার অনুরধ করলে তিনি কিছুক্ষন জনতার উদ্দেশে বক্তব্য দেন। কিছু শরণার্থী এ ট্রেনে করে দেশে ফিরে আসেন। আপাতত কয়েকদিন পাকিস্তানী যুদ্ধবন্দী নেয়ার কাজে ট্রেন সার্ভিস ব্যাবহার করা হবে।