You dont have javascript enabled! Please enable it! 1971.12.29 | বঙ্গভবনে পররাষ্ট্রমন্ত্রী সামাদ - সংগ্রামের নোটবুক

২৯ ডিসেম্বর ১৯৭১ঃ বঙ্গভবনে পররাষ্ট্রমন্ত্রী সামাদ

বঙ্গভবনে সাংবাদিকদের সাথে আলোচনা কালে পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ বলেছেন আমরা এখন আর একা নই আমাদেরও বন্ধু আছে প্রথমত ভারত। সোভিয়েত ইউনিয়ন এবং পূর্ব ইউরোপীয় সমাজতান্ত্রিক দেশ। তাদের অবদান আমরা ভুলতে পারিনা। আমাদের স্বাধীনতা বিরোধী সকল প্রস্তাবে ব্রিটেন এবং ফ্রান্স ভোট দানে বিরত ছিল তা আমাদের পক্ষেই ছিল। তিনি বলেন বাংলাদেশ সরকার পাকিস্তানের কারাগার থেকে বঙ্গবন্ধুকে ফিরিয়ে আনার সর্বাত্মক প্রচেষ্টা নিয়েছে। বিদেশে আমাদের মিশন গুলো আমাদের জানিয়েছে অনেক দেশ ই এ ব্যাপারে উদ্যোগ নিয়েছে। সোভিয়েত কন্সাল জেনারেল ভিএফ পোপভ পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ এর সাথে সাক্ষাৎ করেছেন। তারা দেড় ঘণ্টা যাবত আলাপ আলোচনা করেন।