২৯ ডিসেম্বর ১৯৭১ঃ হুমায়ুন রশিদ ও জাতিসংঘ দুতের মধ্যে বৈঠক
জাতিসংঘ মহাসচিবের বিশেষ দুত ভিত্তরিও উইন্সপিয়ার গুইচিয়ারদি আজ নয়াদিল্লীতে পৌঁছেছেন। আজই তিনি বাংলাদেশ মিশন প্রধান হুমায়ুন রশিদ চৌধুরীর সাথে বৈঠক করেছেন। গুইচিয়ারদি পাক ভারত উপমহাদেশের মানবিক সমস্যা সমুহ নিয়ে আলোচনার জন্য উপমহাদেশ সফর করছেন। ভারতে তিনি প্রথম সফর করছেন। গুইচিয়ারদি ভারতের প্রধানমন্ত্রীর সচিব পিএন হাকসার এবং পররাষ্ট্রমন্ত্রী সরণ সিং এর সাথে সাক্ষাৎ করবেন। গুইচিয়ারদি হুমায়ুন রশিদের কাছে বাংলাদেশ সফরের জন্য বাংলাদেশের ভিসা দেয়ার অনুরোধ জানান। হুমায়ুন রশিদ বাংলাদেশে গণহত্যার বিষয়ে জাতিসংঘের কোন তৎপরতা না থাকায় জাতিসংঘের সমালোচনা করেন। তিনি গুইচিয়ারদিকে অবিলম্বে শেখ মুজিবের মুক্তির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়ার আবেদন জানান।