You dont have javascript enabled! Please enable it! 1971.12.27 | ছাত্র ইউনিয়ন স্বেচ্ছাসেবক ব্রিগেড - সংগ্রামের নোটবুক

২৭ ডিসেম্বর ১৯৭১ঃ ছাত্র ইউনিয়ন স্বেচ্ছাসেবক ব্রিগেড

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৫০০ শত স্বেচ্ছাসেবক ব্রিগেডের এক জমায়েত অনুষ্ঠিত হয়। এক রেলি অনুষ্ঠিত হয়। ছাত্র ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম জানান এ সকল স্বেচ্ছাসেবক ঢাকা শহরে ৭ টি জোনে বিভক্ত হয়ে দায়িত্ব পালন করবে। তাদের দায়িত্ব হল দুর্বৃত্ত দুষ্কৃতিকারী সমাজবিরোধী এবং দালালদের আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা। ৭ টি জোনেই তাদের অফিস থাকবে। তারা স্বীয় এলাকার মুক্তি বাহিনীর সহযোগী হিসেবে কাজ করবে। পাশাপাশি তারা স্বীয় এলাকায় মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করবে। পরে ব্রিগেড একটি মিছিল করে।