২৭ ডিসেম্বর ১৯৭১ঃ ছাত্র ইউনিয়ন স্বেচ্ছাসেবক ব্রিগেড
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৫০০ শত স্বেচ্ছাসেবক ব্রিগেডের এক জমায়েত অনুষ্ঠিত হয়। এক রেলি অনুষ্ঠিত হয়। ছাত্র ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম জানান এ সকল স্বেচ্ছাসেবক ঢাকা শহরে ৭ টি জোনে বিভক্ত হয়ে দায়িত্ব পালন করবে। তাদের দায়িত্ব হল দুর্বৃত্ত দুষ্কৃতিকারী সমাজবিরোধী এবং দালালদের আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা। ৭ টি জোনেই তাদের অফিস থাকবে। তারা স্বীয় এলাকার মুক্তি বাহিনীর সহযোগী হিসেবে কাজ করবে। পাশাপাশি তারা স্বীয় এলাকায় মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করবে। পরে ব্রিগেড একটি মিছিল করে।