২৭ ডিসেম্বর ১৯৭১ঃ আকাশবাণীর সাথে সাক্ষাৎকারে তাজউদ্দিন
প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ আকাশবাণীর সাথে সাক্ষাৎকারে বলেছেন সরকারের প্রথম কাজই হল ভারতে আশ্রিত শরণার্থীদের দেশে ফিরিয়ে এনে পুনর্বাসন করা। তিনি বলেন এসকল ছিন্নমূল মানুষকে যথাযথ মর্যাদায় পুনর্বাসন করা হবে। তিনি বলেন যুব সমাজ দেশকে মুক্ত করার ব্যাপারে যে আগ্রহ দেখিয়েছিল দেশ গঠন কাজেও অনুরূপ আগ্রহ দেখাবেন বলে তিনি আশা করেন। তিনি বলেন দেশের উন্নয়ন করতে হলে দেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা জরুরী। বাংলাদেশেDর বাস্ততাকে সিকার করে নেয়ার জন্য সকল দেশের প্রতি আহবান জানান। ভারতের সশস্র বাহিনী প্রধান সাম মানেকশ প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ এর সাথে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতকালে বাংলাদেশ বাহিনী প্রধান কর্নেল ওসমানীও উপস্থিত ছিলেন। আরেকটি সভায় বক্তৃতায় তাজ উদ্দিন বলেন মুক্তিযোদ্ধাদের কাছ থেকে এখনই অস্র ফেরত নেয়া হবে না। তিনি বলেন শহীদদের পরেই মুক্তিযোদ্ধার স্থান।