You dont have javascript enabled! Please enable it! 1967 | আগরতলা মামলার অপ্রকাশিত জবানবন্দী - অভিযুক্ত ও রাজসাক্ষীর তালিকা - সংগ্রামের নোটবুক

অভিযুক্ত ও রাজসাক্ষীর তালিকা

আগরতলা ষড়যন্ত্র মামলায় মােট ৩৫ ব্যক্তিকে আসামি করা হয়। এতে এক নম্বর তথা। প্রধান অভিযুক্ত ছিলেন শেখ মুজিবুর রহমান। এ ছাড়া রাজসাক্ষী হয়েছিলেন ১১ জন। অভিযুক্ত ও রাজসাক্ষীদের পূর্ণাঙ্গ তালিকা এখানে দেওয়া হলাে। অভিযুক্ত: ১। শেখ মুজিবুর রহমান, পিতা-মৌলভী শেখ লুৎফর রহমান, টুঙ্গিপাড়া, গােপালগঞ্জ, ফরিদপুর। হাল সা.-৬৭৭, ধানমণ্ডি আবাসিক এলাকা, রােড নং-৩২, ঢাকা। ২। পি, নং ৫৭৪ লেফটেন্যান্ট কমাণ্ডার মােয়াজ্জেম হােসেন, পিতা-মৌলভী মােফাজ্জল। আলী, ধুসরিতাল, পিরােজপুর, বরিশাল। ৩। ও, নং ৬৬৫০৮ স্টুয়ার্ড মুজিবর রহমান, পিতা-মুন্সী আব্দুল লতিফ, ঘাটমাঝি, মাদারীপুর, ফরিদপুর। ৪। প্রাক্তন এল.এস সুলতান উদ্দিন আহমদ, পিতা-মৌলভী শামসুদ্দীন আহমদ, উত্তর খামার, কাপাসিয়া, ঢাকা। ৫। ও নং ৬৪৬৭২ এলএস সিডি আই নূর মােহাম্মদ, পিতা-তমিজ উদ্দিন আখন্দ, কুমারগাও, লৌহজং, ঢাকা। ৬। আহমদ ফজলুর রহমান, সিএসপি, পিতা-ইমাম উদ্দিন আহমদ, (ক) কচিসার, দেবীদ্বার, কুমিল্লা। (খ) ৭০৮ নং ধানমণ্ডি আবাসিক এলাকা, রােড নং-৩০ ঢাকা। ৭। পাক/৫১৩০১, ফ্লাইট/সার্জেন্ট মফিজুল্লাহ পিতা-হাজি মােহাম্মদ ইসমাইল, মুরাদপুর, নয়াহাট, বেগমগঞ্জ, নােয়াখালী। ৮। প্রাক্তন করপােরাল আবুল বাসার মােহাম্মদ আবদুস সামাদ, পিতা-ইস্তেআলী মৃধা, মিঠাখালি, মঠবাড়িয়া, বরিশাল। ৯। প্রাক্তন হাবিলদার দলিল উদ্দিন, পিতা-আফিজ উদ্দিন, শ্যামপুর, বাকেরগঞ্জ, বরিশাল। ১০। রুহুল কুদ্স, সিএসপি, পিতা-রইসুদ্দিন আহমদ। (ক) পাঁচরখি, কাকড়াঙ্গা, সাতক্ষীরা, খুলনা। (খ) ৬১৮-এ, ধানমণ্ডি আবাসিক এলাকা, রােড নং-১৮ ঢাকা। ১১। পাক/৭২৮৭০, ফ্লাইট/সার্জেন্ট মােহাম্মদ ফজলুল হক, পিতা-মৌলভী সৈয়দ আলী তালুকদার, শায়েস্তাবাদ, কোতােয়ালী, বরিশাল। ১২। ভূপতিভূষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরী, পিতা-ধীরেন্দ্রলাল চৌধুরী, হাবিলাসদ্বীপ, পটিয়া, চট্টগ্রাম। ১৩।

মি. বিধানকৃষ্ণ সেন, পিতা-রাজেন্দ্র নারায়ণ সেন, সারােয়াতলী, বােয়ালখালী, চট্টগ্রাম। ১৪। পিজেও-২০৬৮ সুবেদার আবদুর রাজ্জাক, পিতা-সিতু সরকার, (ক) দক্ষিণ বরষারচর, মতলবগঞ্জ, কুমিল্লা। ১৫। প্রাক্তন হাবিলদার/ক্লার্ক মুজিবুর রহমান, ইপিআরটিসি, পিতা-আবদুর রহমান, গােপালপুর, নবীনগর, কুমিল্লা। ১৬। প্রাক্তন ফ্লাইট/সার্জেন্ট মােহাম্মদ আব্দুর রাজ্জাক, পিতা-মুন্সী আসকার আলী, বাঞ্ছারামপুর, দাউদকান্দি, কুমিল্লা। ১৭। পাক/৭২৩২৪ সার্জেন্ট জহুরুল হক, পিতা-কাজী মুজিবুল হক, সােনাপুর, সুধারাম, ননায়াখালী। ১৮। প্রাক্তন এ/বি মােহাম্মদ খুরশীদ, পিতা-আবদুল জব্বার, সাবের কটেজ, ফরিদপুর। ১৯। এম, শামসুর রহমান খান সিএসপি, পিতা-ইমতিয়াজ উদ্দিন খান, লামুবাড়ি, মানিকগঞ্জ, ঢাকা। ২০। পিজেও-৭৬৮ রিসালদার একেএম শামসুল হক, এসি, পিতা-আবদুস সামাদ, লামুবাড়ি, মানিকগঞ্জ, ঢাকা। ২১। নং ৩০৩১০১৮ হাবিলদার আজিজুল হক, এসএসজি, পিতা-সিরাজুল হক, কচিয়া, বড়নদী, বরিশাল। ২২। পাক/৭৩০৪০/এসসি মাহফুজুল বারী, পিতা-মাওলানা একে মােমাজ্জাদ, চরলক্ষ্মী, রামগতি হাট, নােয়াখালী। ২৩। পাক/৭০৪১৫/ সার্জেন্ট শামসুল হক, পিতা-হাজি সাদেক আলী, নৈরাজপুর, কেএন হাট, ফেনী। ২৪। পিএসএস-১০০৫২০ মেজর শামসুল আলম এএসসি, পিতা-শামসুজ্জোহা, ১৬ নং খাজে দেওয়ান সেকেন্ড লেইন, ঢাকা। ২৫। পিএসএস-৬১০০ ক্যাপ্টেন মােহাম্মদ আবদুল মােতালিব, পিতা-হাফিজ উদ্দিন, দরুদবাই রতি, পূর্বধলা, শামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ। ২৬। পিটিসি-৫৭২৭ ক্যাপ্টেন এম শওকত আলী মিয়া, পিতা-মুন্সী মােবারক আলী নড়িয়া, ফরিদপুর। ২৭। পিএ-৬৫৬১ ক্যাপ্টেন খােন্দকার নজমুল হুদা, এসএসসি, পিতা-মরহুম খােন্দকার মােজাম্মেল হােসেন, পশ্চিম বগরা রােড, বরিশাল।

২৮। ক্যাপ্টেন এএনএম নুরুজ্জামান, ইবিআই, পিতা-মৌলভী আবু আহমদ, সাইদাবাদ, রায়পুরা, ঢাকা। ২৯। পাক/৭০৭০৪, সার্জেন্ট আব্দুল জলিল, পিতা-মৌলভী আব্দুল কাদের, সরাবাদ (হাজিবাড়ি), নারায়ণপুর, ঢাকা। ৩০। মােহাম্মদ মাহবুবউদ্দিন চৌধুরী, পিতা-আলহাজ মৌলভী আজিজ উদ্দিন মােহাম্মদ চৌধুরী, পাইয়াম, চৈতিয়ান, সিলেট। ৩১। পি নং ৯৫৮, ফাস্ট লেফটেন্যান্ট এমএমএম রহমান, পিতা-মমাল্লা মােহাম্মদ সােলায়মান, মাকরাইল, লােহাগড়া, যশাের। ৩২। প্রাক্তন সুবেদার একেএম তাজুল ইসলাম, পিতা-মৌলভী দলিলুদ্দিন আহমদ, শ্রীপুর, ভাণ্ডারিয়া, বরিশাল। ৩৩। মােহাম্মদ আলী রেজা, পিতা-মৌলভী জহুর আলী আহমদ, লাহিনী, কুষ্টিয়া, কোতােয়ালী, কুষ্টিয়া। ৩৪। পিএসএস ২০০৪৭১, ক্যাপ্টেন খুরশীদ উদ্দিন আহমদ এএমসি, পিতা-মৌলভী || আব্দুর রহমান, বাশিয়া, গফরগাঁও, ময়মনসিংহ। ৩৫। পি নং ৯৪৪ ফার্স্ট লেফটেন্যান্ট আবদুর রউফ, পিতা-আলহাজ আবদুল লতিফ, পাকিস্তান হাউস, ভৈরব, ময়মনসিংহ। রাজসাক্ষী লেফটেন্যান্ট মােজাম্মেল হােসেন, পিতা-মিনহাজ উদ্দিন মিয়া, বাসাইল, ময়মনসিংহ। (২) প্রাক্তন করপােরাল মাে. আমীর হােসেন মিয়া, পিতা-মৌলভী ফাজিল মােল্লা, জাজিরা, ফরিদপুর। (৩) সার্জেন্ট পাক ৫/৪২৭২ শামসুদ্দীন আহম্মদ, পিতা-মােহামদ আফতাব উদ্দীন, কোতােয়ালী, ময়মনসিংহ, (৪) ডা. সায়েদুর রহমান, পিতা-মৌলভী আবুল খায়ের চৌধুরী, এনায়েত বাজার, কোতােয়ালী, চট্টগ্রাম। (৫) ফ্লাইট লেফটেন্যান্ট মীর্জা মােহাম্মদ রমিজ, পিতা এমএম সিরাজ, রূপগঞ্জ, ঢাকা এবং ৬০ পাঁচলাইশ, চট্টগ্রাম, (৬) ক্যাপ্টেন পিএ/৬৬৩২ মােহাম্মদ আলিম ভূঁইয়া, পিতা-আলহাজ মজম উদ্দীন ভূঁইয়া, মুরাদনগর, কুমিল্লা, (৭) করপােরাল সিরাজুল ইসলাম, পিতা-মৌলভী আমিন উদ্দীন, বুড়িচং, কুমিল্লা। (৯) মােহাম্মদ গােলাম আহমদ, পিতা-আব্দুল জব্বার, জাফরাবাদ, মাদারীপুর, (১০)। আবুল বাশার মােহাম্মদ ইউসুফ, পিতা-মুন্সী মােহাম্মদ আলী হাওলাদার, বরিশাল, (১১) সার্জেন্ট মােহাম্মদ আব্দুল হালিম, পিতা-মুন্সী আব্দুল আজিজ, চান্দিনা, কুমিল্লা। (অভিযােগপত্রে দেওয়া নাম-ঠিকানাই এ তালিকায় দেওয়া হয়েছে। পরবর্তীতে অধিকাংশের | ঠিকানা পরিবর্তন হয়েছে।)

সূত্র : আগরতলা মামলার অপ্রকাশিত জবানবন্দী – মুহাম্মদ শামসুল হক