You dont have javascript enabled! Please enable it! 1971.12.26 | ঢাকায় আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীর গ্রামরক্ষী বাহিনী গঠন - সংগ্রামের নোটবুক

২৬ ডিসেম্বর ১৯৭১ঃ ঢাকায় আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীর গ্রামরক্ষী বাহিনী গঠন

ঢাকায় আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান ও উপ প্রধান লিডারদের এক সভায় গ্রাম প্রতিরক্ষা বাহিনী গঠন করা হয়। আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীর কেন্দ্রীয় প্রধান আব্দুর রাজ্জাক এমপিএ এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। সভায় শহর আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম এমপিএ এবং শহর আওয়ামী লীগ সভাপতি গাজী গোলাম মোস্তফা এমপিএ এ সভায় বক্তৃতা দেন। দেশের শান্তি প্রিয় নাগরিকদের এ রক্ষীবাহিনীকে সহযোগিতা করার জন্য অনুরধ করা হয়েছে। সভায় ইউনিয়ন গুলোর প্রধান ও উপ প্রধানদের নাম ঘোষণা করা হয়। প্রধান রা হলেন উয়ারি আব্দুর রশিদ, নওয়াবপুর আজহার খান, রুকনপুর নুরুদ্দিন হাজারীবাগ মোঃ হোসেন লালবাগ মোঃ বাশার চক বাজার নেসারুর রহমান, মৌলভীবাজার কামরুল হক, জিন্দাবাহার মীর নওশের আলী, মোঘলটুলী মোঃ ইউসুফ, যাত্রাবাড়ী আব্দুর রশিদ, শ্যামপুর আকবর হোসেন, দেওয়ান বাজার মোঃ জহির সিদ্দিক বাজার মীর সামির, রমনা গোলাম নবী পূর্ব তেজগাও আহসানুল হক পশ্চিম তেজগাও প্রধান স্থগিত মঘবাজার সাফায়েত উল্লাহ, দিলকুশা হারুনুর রশিদ, কমলাপুর নুরুল ইসলাম, জোয়ার সাহারা নুরুল ইসলাম, দক্ষিন খান মোজাম্মেল হক সাতের খাল নাসির আলী মোহাম্মদপুর নুর মোহাম্মদ মিয়া, মিরপুর আব্দুল জলিল, রায়ের বাজার খোরশেদ আলম, ফরাশগঞ্জ আওলাদ আলী, আজিমপুর মইনুদ্দিন আহমেদ, শরাফতগঞ্জ আব্দুল খালেক, বেরাইদ আলী আকবর, হরিরামপুর মোঃ আলী ক্যান্টনমেন্ট মফিজ উদ্দিন, পাটুয়াটুলি এম এ জলিল ফরিদাবাদ আনোয়ারউদ্দীন আহমেদ।