২৬ ডিসেম্বর ১৯৭১ঃ শেখ মনি জেনারেল উবান সিংকে সাথে নিয়ে ফিরেছেন
শেখ মনি জেনারেল উবান সিংকে নিয়ে জেনারেল উবানের জন্য বরাদ্দকৃত হেলিকপ্টারে করে ঢাকা পৌঁছেছেন। মুজিব বাহিনীর অঘোষিত প্রধান জেনারেল উবানের সাথে কর্নেল পুরকায়স্থ ঢাকা এসেছেন। তাদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন তোফায়েল আহমেদ এমএনএ, আব্দুর রাজ্জাক এমপিএ, ছাত্রলীগ নেতা নুরে আলম সিদ্দিকি, শাজাহান সিরাজ, ডাকসু ভিপি আসম রব, ডাকসু জিএস আব্দুল কুদ্দুস মাখন। বিমান বন্দরে পৌঁছে তিনি বলেন যে কোন মূল্যে মুজিববাদকে প্রতিষ্ঠিত করতে হবে। বিমানবন্দরে উপস্থিত জনতার উদ্দেশে তোফায়েল আহমেদ বলেন বাংলার সাড়ে সাত কোটি যোদ্ধা যে কোন মূল্যে তাদের বঙ্গবন্ধুকে হানাদারদের হাত হতে ছিনিয়ে আনবে। তিনি বিশ্ব নেতৃবৃন্দকে অবিলম্বে বাংলার মাটিতে বঙ্গবন্ধুকে পৌঁছে দেয়ার আহবান করেন অন্যথায় সারা বিশ্বে আগুন জ্বলবে। সিরাজুল আলম খান ছাড়া মুজিব বাহিনীর সকল কমান্ডার ঢাকা এসে পৌঁছেছেন। পত্রিকায় প্রেস রিলিজে জানানো হয় সিরাজুল আলম খান ঢাকা আসতে বিলম্ব হবে।