বাঙলাদেশ সমস্যার রাজনৈতিক সমাধানের জন্য ‘আল আহরামের আহ্বান
(বিশেষ প্রতিনিধি)
নয়াদিল্লী, ১৪ অক্টোবর- সংযুক্ত আরব প্রজাতন্ত্রের আধা সরকারি মুখপত্র ‘আল আহরাম’-এ প্রকাশিত এক বিশেষ নিবন্ধে, তিনি তার নিবন্ধে বলেছেন যে, ভারত সফরকালে তিনি যেসব তথ্য ও সাক্ষ্য সংগ্রহ করেছেন তা থেকে এটা বুঝতে কষ্ট হয় না যে বাঙলাদেশের পরিস্থিতি ক্রমেই জটিলতর হয়ে উঠছে। পূর্ববঙ্গের মানুষ নিদারুণ দুর্ভিক্ষের সম্মুখীন বলে তিনি উল্লেখ করে বলেছেন যে, খাদ্যাভাবের দরুণ পূর্ববঙ্গ থেকে দলে দলে মানুষ ভারতে প্রবেশ করছে। ফলে ভারতের অর্থনীতির উপরও প্রচন্ড চাপ পড়েছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন।
সূত্র: কালান্তর, ১৫.১০.১৯৭১