You dont have javascript enabled! Please enable it! 1971.07.07 | বাঙলাদেশের মুক্তি সংগ্রামের সমর্থনে দমদমে নাগরিক সম্মেলন | কালান্তর - সংগ্রামের নোটবুক

বাঙলাদেশের মুক্তি সংগ্রামের সমর্থনে দমদমে নাগরিক সম্মেলন

দমদম, ৭ জুলাই (নিজস্ব)- গােরাবাজার হিন্দী লাইব্রেরী হলে গত ৪ জুলাই বাঙলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে এক নাগরিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে মুক্তি আন্দোলনে নেতা বজলুর রহমান বাঙলাদেশবাসীদের সাম্রাজ্যবাদ বিরােধী আন্দোলনের দুই দশকের ইতিহাস বর্ণনা করেন।
রহমান বলেন, পাকিস্তান সৃষ্টির পর থেকেই সাম্রাজ্যবাদ চক্র বাঙলাদেশে কমিউনিস্ট পার্টিকে বেআইনী ঘােষণা করে। কিন্তু কমিউনিস্ট পার্টি সেখানকার গণতান্ত্রিক ও শ্রমিক আন্দোলনে সব সময় থেকেছে এবং বহু ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে। মুক্তি সংগ্রামকে ত্বরান্বিত করার জন্য রহমান কমিউনিস্ট পার্টি সহ বাঙলাদেশের সমস্ত রাজনৈতিক দলের একটি মিলিত মুক্তি ফ্রন্ট গড়ে তােলার আবেদন জানান। সমস্ত জাতীয়তাবাদী ও সমাজতান্ত্রিক শক্তির সমন্বয়ে গণ ফৌজ গঠনের কথা বলেন।
সর্বশ্রী নরেশ চক্রবর্তী, হরেন্দ্র শর্মা, রনজিত বিশ্বাস প্রমুখও বক্তৃতা করেন। সভাপতিত্ব করেন স্থানীয় কমিউনিস্ট নেতা শ্রী রমেন্দ্র নারায়ণ রায়। সঙ্গীত পরিবেশন ভারতীয় গণ সংস্কৃতি সংঘের শিল্পীবৃন্দ।

সূত্র: কালান্তর, ৭.৭.১৯৭১