You dont have javascript enabled! Please enable it! 1971.12.25 | ওসমানীর কর্মব্যস্ততা - সংগ্রামের নোটবুক

২৫ ডিসেম্বর ১৯৭১ঃ ওসমানীর কর্মব্যস্ততা

জেনারেল ওসমানী ঢাকায় পৌঁছে কর্মব্যস্ত দিন যাপন করছেন। তিনি মিন্টু রোডে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কার্যালয়ে অফিস করেন। ২৭ মিন্টু রোডে সাবেক স্পীকার ভবনে তার অফিস করা হয়েছে। প্রথম দিনেই ঢাকার মুক্তি বাহিনীর কমান্ডার ও সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। পরে তিনি ঢাকা ক্যান্টনমেন্ট পরিদর্শন করেন। তার সাথে এসময় ভারতীয় সেনাবাহিনীর লিয়া জো অফিসার ব্রিগেডিয়ার উজ্জ্বল দত্ত, বাংলাদেশ বাহিনীর উপ প্রধান গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার সাথে ছিলেন। পরে এক সাংবাদিক সাক্ষাৎকারে তিনি মুক্তিযোদ্ধাদের প্রশংসা করে এক দীর্ঘ বক্তব্য দেন। তিনি বলেন তিনি আগরতলা পৌছার আগেই আমাদের ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইপিআর পুলিশ পাক বাহিনীর সাথে প্রতিরোধ যুদ্ধে লিপ্ত হয় এবং তিক্কা খানের ৪৮ ঘণ্টা কর্মসূচীকে বিলম্বিত করেন।