২৫ ডিসেম্বর ১৯৭১ঃ ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতি প্রদানে আগ্রহী
ইসরায়েল এর উপপ্রধান মন্ত্রী জেনারেল ইগাল এলন জানিয়েছেন ইসরায়েল বাংলাদেশকে স্বীকৃতি প্রদানে আগ্রহী। তিনি এক সান্ধ্যকালীন পত্রিকার সাথে সাক্ষাৎকারে বলেন বাংলাদেশ আজ বাস্তব। দেশটি স্বাধীনতা এবং স্বীকৃতির হকদার। দিনে দিনে অনেক দেশই বাংলাদেশকে স্বীকৃতি দিবে ইসরায়েলও তাদের একটি হবে।