২৪ ডিসেম্বর ১৯৭১ঃ মেজর জেনারেল উবান এর সংবর্ধনা
চট্টগ্রাম সার্কিট হাউজ ময়দানে মুজিব বাহিনীর প্রধান লেঃ জেনারেল সুজান সিং উবানের গন সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনায় জেনারেল উবান বলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশের নেতাই নহেন তিনি সমগ্র বিশ্ব নেতা। বাংলাদেশ সারা বিশ্ব এ ইতিমধ্যে পরিচিত হয়ে উঠেছে। এটি একটি সোনার দেশ। এই সোনার দেশের স্কুল কলেজের ছাত্ররা একদিন বই পুস্তক ছেড়ে দেশের স্বাধীনতার জন্য জীবনের মায়া ত্যাগ করে সর্বস্ব কোরবানি দিয়ে অস্র ধরেছিল। সারা পৃথিবীতে এরূপ উদাহরণ আর নেই। তিনি বলেন তার পৈত্রিক নিবাস উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ। তার বাড়ীর সামনেই মসজিদ ছিল। তিনি প্রতিদিন নামাজের আজান শুনে অভ্যস্ত এবং এ বানী তার অন্তরে আলোড়ন সৃষ্টি করতো। কিন্তু মুসলমান হয়ে মুসলমানদের বিরুদ্ধে এভাবে অস্র ধরার বিষয়ে তিনি কোনদিন কল্পনাও করেননি। যেটা পাকিস্তানীরা করে দেখিয়েছে। তারা ধর্ম নয় তারা শোষণের মাধ্যমে এদেশের সম্পদ লুট করতে চেয়াছিল। চট্টগ্রাম কি তা সারা ভারতবাসী জানে চট্টগ্রাম ভারতের স্বাধীনতার ইতিহাসের সাথে সম্পর্কিত এখানেই প্রথম স্বাধীন ভারতের পতাকা উত্তোলিত হয়েছিল। এই দুঃসাহসিক জাতিকে পৃথিবীর কোন শক্তি দমন করতে পারবে না। আমি বাংলাদেশের যুবকদের প্রশিক্ষন দিতে দিতে তাদের অনেক ভালবেসে ফেলেছি। তাদেরকে ভালোবাসার কারন একটাই তারা মাতৃভূমিকে গভীর ভালবাসে। তাদের স্বদেশ প্রেম দেশবাসীর কাছে চিরদিন উজ্জ্বল হয়ে থাকবে। আমরা যে স্বাধীনতা অর্জন করেছি তা প্রথম পর্ব আমাদের স্বাধীনতার ২য় পর্ব অর্জন করতে হবে আর তা হল অর্থনৈতিক উন্নয়ন কৃষক শ্রমিকের উন্নতি। আর এ কাজে ভারত সব সময় সাহায্য করে যাবে। ভারত এবং বাংলাদেশের জনগন এক জাতি এক রক্তের মানুষ। একে অপরকে সাহায্যের মাধ্যমে তারা আরও গভীর বন্ধন সৃষ্টি করতে পারবে। তিনি যখন ঘোষণা করেন শেখ মুজিব কিছুদিনের মধ্যেই দেশে ফিরে আসছেন তখন জনতা বিপুল আনন্দে হাততালি দিতে থাকে।
শেখ ফজলুল হক মনি
সমাবেশের সভাপতি শেখ ফজলুল হক মনি বলেন বঙ্গবন্ধুর নির্দেশেই আমরা অস্র ধরেছিলাম এবং বাংলাদেশ মুক্ত করেছি। এখন দেশের পুনর্গঠনই মুজিব বাহিনীর প্রধান কাজ। তিনি হুশিয়ারি উচ্চারন করে বলেন মুজিব বাহিনী বা মুক্তি বাহিনীর নামে জনগণকে অত্যাচার করলে তাদের প্রাণদণ্ড দেয়া হবে। তিনি আরও বলেন বাহিনীর নামে কাউকেই চাদা তোলার অধিকার দেয়া হয়নি। এরুপ চাদাবাজদের ধরে নিকটস্থ মুজিব বাহিনীর ক্যাম্পে হস্তান্তর করার জন্য জনগনের প্রতি আহবান জানানো হয়। সমাবেশে মুজিব বাহিনীর এস এম ইউসুফ জেনারেল উবানের প্রতি মানপত্র পাঠ করেন। জেনারেল উবান কে সমাবেশের পক্ষ থেকে নৌকার প্রতিকৃতি এবং মুজিব বাহিনীর পক্ষ থেকে বঙ্গবন্ধুর এক খানা প্রতিকৃতি উপহার দেয়া হয়। জেনারেল উবান প্রতিকৃতিতে স্যালুট দিয়ে গ্রহন করেন। সভায় আওয়ামী লীগ নেতা ও দক্ষিন পূর্ব আঞ্চলিক পরিষদ প্রশাসক নুরুল ইসলাম চৌধুরী, আবু সালেহ, ফজলুল হক বিএসসি, আব্দুল্লাহ আল হারুন বক্তব্য প্রদান করেন।