You dont have javascript enabled! Please enable it! 1971.12.24 | ওসমানী দেশে ফিরেছেন - সংগ্রামের নোটবুক

২৪ ডিসেম্বর ১৯৭১ঃ ওসমানী দেশে ফিরেছেন

সশস্র বাহিনী প্রধান কর্নেল এমএজি ওসমানী প্রবাসী সরকারের ডাকোটা বিমানে করে দেশে ফিরেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সশস্র বাহিনী উপ প্রধান একে খন্দকার। বিমানবন্দরে উপস্থিত ছিলেন ৩নং সেক্টর কম্যান্ডার লেঃকঃ শফিউল্লাহ, মেজর মইনুল হোসেন, মেজর সালেক সহ কয়েক সেনা কর্মকর্তা। বিমান বন্দরে তিনি বলেন আমাদের সংগ্রাম সমাপ্ত হয়েছে এখন আমাদের স্বাধীন জাতি হিসেবে বিরাট দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন আমাদের জাতীয় সংহতিই ছিল মুক্তি সংগ্রামের প্রধান উৎস। বাংলাদেশের মুক্তি আন্দোলনে ভারত সরকার ও জনগন যে আন্তরিক ও উদার সাহায্য দান করিয়াছেন তার জন্য তাদের প্রতি তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন ভারতের অর্থনৈতিক সীমাবদ্ধতা সত্ত্বেও ভারত বাংলাদেশের এক কোটি শরণার্থীকে সাহায্য দান করিয়াছে। মুক্তিযুদ্ধে আহত নিহত সকল জনগণের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন মুক্তিবাহিনীর ঋণ একশত বছরেও পরিশোধ করা যাবে না। এর আগে ১৭ ডিসেম্বর তার জন্য বিমান পাঠানো হলেও তিনি সিলেট থেকে ঢাকা না এসে কলকাতা চলে যান। এর পর আরেকটি তারিখ নির্ধারিত হলেও তিনি ফিরেননি। তার নির্ধারিত ফ্লাইটে শেখ কামাল একে খন্দকার সহ অন্যান্যরা আসেন। ধারনা করা হয় বিশৃঙ্খল পরিবেশে তিনি ফিরতে চাননি। সরকার ঢাকায় চলে আসায় তিনি ফিরে আসেন।