২৪ ডিসেম্বর ১৯৭১ঃ চণ্ডীগড় ও আম্বালায় ইন্দিরা গান্ধী
ভারতের প্রধান মন্ত্রী ইন্দিরা গান্ধী পাক ভারত যুদ্ধে ক্ষতিগ্রস্ত পাঞ্জাব রাজ্য এর ক্ষতিগ্রস্ত শহর পরিদর্শনে গিয়ে আম্বালা শহরে এক জনসভায় বলেন ভারতের নিজস্ব ব্যাপারে বৈদেশিক হস্তক্ষেপ ভারত মেনে নেবে না। যুদ্ধ বিরতি উপমহাদেশে স্থায়ী শান্তি এনেছে কিনা তা তিনি বলতে পারেন না। তিনি নতুন বিপদের মুখে জনগনের ঐক্য কামনা করেন এবং জওয়ানদের সদা প্রস্তুত থাকার আহবান জানান। তিনি মুক্তি বাহিনীর প্রশংসা করে বলেন সে বাহিনীতে যুবা থেকে বৃদ্ধ পর্যন্ত যোদ্ধা আছে তারা উপযুক্ত অস্র ছাড়াই বীরত্ব এর সাথে লড়াই করেছে। তারা জানতেন তারা অধিকার আদায়ের লড়াই করছেন। আম্বালার জনগন ২৭২ কেজি ওজনের রুপা ভারতের প্রতিরক্ষা তহবিলে জমা দেন। এর আগে তিনি চণ্ডীগড় সফর করেন এবং সেখানে চিকিৎসাধীন যুদ্ধাহতদের সাথে কথা বার্তা বলেন। তিনি তাদের আশ্বাস দেন তাদের ভাতা দেয়া হবে।