২৪ ডিসেম্বর ১৯৭১ঃ পাকিস্তানে যুদ্ধ তদন্ত কমিশন গঠন
বিবিসি’র এক খবরে বলা হয়, পাকিস্তানের প্রেসিডেন্ট ভুট্টো পূর্ব পাকিস্তানে সামরিক বিপর্যয় এবং পশ্চিম পাকিস্তান-ভারত সীমান্ত বরাবর যুদ্ধবিরতি সম্পর্কে তদন্তের জন্য বিচারপতি হামুদুর রহমানের(বাঙালী) নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করেছেন। এই কমিশনের অপর সদস্যরা হলেন সিন্ধু হাইকোর্টের প্রধান বিচারপতি তোফায়েল এ রহমান, লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি আনোয়ারুল হক, লেঃ জেঃ আলতাফ কাদির সেনাবাহিনী, কর্নেল হাসান আইন উপদেষ্টা।
সেনাবাহিনীও আলাদা আরেকটি কমিটি করেছে যার সভাপতি লেঃ জেঃ আফতাব আহমেদ তিন বাহিনী থেকে তিন জন প্রতিনিধি সদস্য। কর্নেল হাসান এর আগে ইয়াহিয়ার সাথে ঘনিষ্ঠ ছিলেন।