You dont have javascript enabled! Please enable it!

২৪ ডিসেম্বর ১৯৭১ঃ ভূট্টো ১০ সদস্য বিশিষ্ট মন্ত্রীসভা গঠন করেছেন

পাকিস্তানের প্রধান সামরিক আইন প্রশাসক এবং প্রেসিডেন্ট জুলফিকার আলী ভূট্টো ১০ সদস্য বিশিষ্ট মন্ত্রীসভা গঠন করেছেন। বিকেল ৩ টায় রাওয়ালপিন্ডির প্রেসিডেন্ট ভবনে এদের শপথ অনুষ্ঠিত হয়। শপথ পাঠ করান প্রেসিডেন্ট জুলফিকার আলী ভূট্টো। এদের মধ্যে দুজন বাঙ্গালী। ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পাওয়া নুরুল আমীনকে এদিন ক্যাবিনেট এর দায়িত্ব দেয়া হয় আজ শপথ নেয়া রাজা ত্রিদিভ রায়কে নতুন দপ্তর সংখ্যালঘু বিষয়ক মন্ত্রনালয় দেয়া হয়। অপর মন্ত্রীরা হলেন মিরাজ মোহাম্মদ, হাফিজ পিরজাদা, (জালাল আব্দুর রহিম মোহাজের বাঙ্গালী)মিয়া মাহমুদ আলী কাসুরি। পরে জুলফিকার আলী ভূট্টো এক বিবৃতিতে বলেন মন্ত্রীসভায় আরেকজন পূর্ব পাকিস্তানী নেয়া হবে। তিনি বলেন একটি সম্পর্ক রাখার ব্যাপারে তিনি শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনা শুরু করবেন। পরে সন্ধ্যায় ক্যাবিনেটের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।