২৪ ডিসেম্বর ১৯৭১ঃ আওয়ামী স্বেচ্ছাসেবক বাহিনীর সভা
পুরানা পল্টনে আওয়ামী লীগ অফিসে ঢাকা ও নারায়ণগঞ্জের স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধানদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা এদেশে সনাজতন্ত্র গনতন্ত্র ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার সঙ্কল্প বেক্ত করা হয়। সভায় বাহিনীর সভাপতি আব্দুর রাজ্জাক এমপিএ সভাপতিত্ব করেন। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ অনুসরণের জন্য সরকারের প্রতি আহবান জানান হয়। আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল মোমেন এমএনএ, ঢাকা শহর আওয়ামী লীগ সাধারন সম্পাদক গাজী গোলাম মোস্তফা এমপিএ, ঢাকা শহর আওয়ামী লীগ সহ সভাপতি আনোয়ার চৌধুরী, মোজাফফর হোসেন সভায় বক্তব্য রাখেন।