২২ ডিসেম্বর ১৯৭১ঃ মিত্র বাহিনী পূর্ব পাকিস্তানে হত্যাকাণ্ড চালাচ্ছে- চীনের অভিযোগ
পিকিং বেতার থেকে বলা হয়েছে পূর্ব পাকিস্তান দখলের পর থেকেই সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদীদের সমর্থনে ভারতীয় বাহিনী এবং তাদের সহচর পূর্ব পাকিস্তানী বিদ্রোহীদের দ্বারা পূর্ব পাকিস্তানে বর্বরোচিত হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে। বিদেশী বার্তা সংস্থার নাম উল্লেখ না করে তারা বলে ১০০০০ জন অধ্যুষিত একটি কলোনি তারা ঘেরাও করে তা সিল করে দেয়। বাহিনী তাদের বিরুদ্ধে অভিযোগ আনে তারা সাবেক পাক বাহিনীর সহযোগী ছিল। তাদের কাছে অস্র আছে সন্দেহে তাদের কর্ডন করে রাখে। তারা বর্তমানে খাদ্য সংকটে ভুগছে। তারা বলছে মুক্তিবাহিনী অসংখ্য বিদেশী সাংবাদিকদের সামনে ৬ জন রাজাকার নির্মম ভাবে হত্যা করেছে। এর পরপর ঢাকার রাস্তায় অসংখ্য লাশ দেখা যাচ্ছে। চীনা বেতার ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস এর উদাহরন দিয়ে বলে ২১ তারিখে এরকম অসংখ্য ঘটনা ঘটেছে। বেতার নাম প্রকাশ না করে আরেক বার্তা সংস্থার উদাহরন দিয়ে বলে গতকাল এরকম ৭০টি পশ্চিম পাকিস্তানী বা তাদের সমর্থকেরর লাশ তারা দেখেছেন। চীনা বেতার বলছে (ভুলে রেসকোর্সে লিখেছে)পল্টন ময়দানে ৫০০০ লোকের সামনে যাদের হত্যা করা হয়েছে তাদের একজন মাত্র কয়েকদিন আগে বিদেশ থেকে ঢাকা ফিরেছে। খুলনায় ৪০০০ বিহারী আটক করে তাদের বিভিন্ন শাস্তি দেয়া হচ্ছে।
নোটঃ কাদের সিদ্দিকির ঘটনা এবং খুলনার ঘটনার উপর ভিডিও এবং স্থির চিত্র সারা পৃথিবী ধরে প্রচার হওয়ায় তা থেকেই চীনা বেতার মাধ্যমে এই অভিযোগ প্রচার করা হয়েছে। কম্যুনিস্ট দেশ হওয়ায় বেতার টিভিতে প্রচারিত সব সংবাদের দায়িত্ব সরকারের। ৫ জনের স্থলে ৬ জন এবং পল্টনের স্থলে রেস কোর্স বলেছে।