You dont have javascript enabled! Please enable it! 1971.12.23 | ভারতের বিশেষ দুত ডিপি ধর - সংগ্রামের নোটবুক

২৩ ডিসেম্বর ১৯৭১ঃ ভারতের বিশেষ দুত ডিপি ধর

ঢাকা সফররত ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিশেষ দুত দুর্গা প্রসাদ ধর দুপুরে অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলামের সাথে সাক্ষাৎ করেন। তিনি প্রেসিডেন্টকে জানান স্বাধীন জাতি হিসেবে বাংলাদেশের জন্মকে অভিনন্দিত করার জন্য তিনি বাংলাদেশ সফর করছেন।
পরে বিকেলে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তাজউদ্দিন এবং মন্ত্রীসভার সাথে বৈঠকের পর তিনি বলেছেন ভারত বাংলাদেশের বিপর্যস্ত অর্থনীতি পুনর্গঠন এবং শরণার্থীদের পুনর্বাসনের বিশাল দায়িত্ব হাতে নেয়ার প্রাক্কালে সকল প্রকার সাহায্য ও সহযোগিতা করতে পারে। ধর বলেন সমস্যাবলী নির্ণয় এবং অগ্রাধিকার প্রনয়নের প্রচেষ্টা চালু করা হয়েছে এবং এ ব্যাপারে বাংলাদেশের পরিকল্পনা কমিশন কাজ করে যাচ্ছে। শরণার্থী প্রত্তাবাসনের ব্যাপারে বাংলাদেশ সরকারের সাথে তার সরকারের আলোচনা চলছে। দুই দেশ অচিরেই এই কাজে হাত দিবে।
ডিপি ধর পরে প্রবাসী সরকারের উপদেষ্টা সামাদ আজাদের সাথে দেখা করেন এসময় আজাদ মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি জানান সংখ্যালঘুরা দেশে ফিরে আসা মাত্রই তাদের সম্পত্তি ফিরে পাবে।
ধর পরে অর্থমন্ত্রী মনসুর আলীর সাথে সাক্ষাৎ করেন।
পরে তিনি সাংবাদিক সম্মেলনে প্রশ্নের জবাবে বলেন শরণার্থীরা ফিরে আসা শুরু হয়েছে আগামী ফেব্রুয়ারী নাগাদ তারা সম্পূর্ণ ফেরত আসবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদের জন্য ভারতই প্রথম আবেদন জানাবে। তিনি অপ্র প্রশ্নের জবাবে বলেন ভারত শীঘ্রই বাংলাদেশে দুতাবাস চালু করবে। বাংলাদেশ যদি সোভিয়েত ভারত চুক্তির মত আরেকটি চুক্তি করতে চায় তবে ভারত তাতে স্বাগত জানাবে।