২৩ ডিসেম্বর ১৯৭১ঃ বাংলাদেশের স্বাধীনতা লাভ উপলক্ষে দিল্লীতে বিশাল এক জনসভায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী জগজীবন রাম
বাংলাদেশের স্বাধীনতা লাভ উপলক্ষে দিল্লীতে বিশাল এক জনসভায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী জগজীবন রাম আশা প্রকাশ করে বলেন জুলফিকার আলী ভূট্টোর এখন উচিত ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, গনতান্ত্রিক শাসন ব্যাবস্থা চালু করা। তিনি বলেন পাকিস্তানে ১৩ বছর সামরিক আইনের সরকার ছিল বর্তমান প্রেক্ষাপটে এধরনের সরকার পৃথিবীতে অচল। তিনি বিশ্ব নেতৃবৃন্দকে শেখ মুজিবের মুক্তি প্রক্রিয়ায় সামিল হওয়ার জন্য আবেদন জানান। ভারতের জনস্বাস্থ্য ও নগর মন্ত্রণালয়ের কেন্দ্রীয় মন্ত্রী উমা শঙ্কর দীক্ষিত এর সভাপতিত্তে অনুষ্ঠিত এই জনসভায় তিনি পাকিস্তানকে বাস্তববাদী হওয়ার পরামর্শ দেন।
জগজীবন রাম পরে দিল্লী প্রেসক্লাবে যান এবং সেখানে প্রেসক্লাব আয়োজিত মধ্যাহ্ন ভোজে অংশ নেন এবং সেখানে এক ভাষণে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বিশেষ করে শেষের ১৪ দিনের যুদ্ধে ভারতীয় প্রেসের ভুমিকার প্রশংশা করেন এবং ব্যাক্তিগত ও সরকারের তরফ থেকে তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন প্রয়োজনের এক মুহূর্তের বেশী ভারতীয় সৈন্য বাংলাদেশে অবস্থান করবে না। যুদ্ধবন্দীদের সাথে শেখ মুজিবের মুক্তি জড়িত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এরূপ (যুদ্ধ বন্দী মুক্তি) প্রশ্ন উঠার আগেই পাকিস্তানের উচিত শেখ মুজিবের মুক্তি দেয়া।