You dont have javascript enabled! Please enable it! 1971.12.20 | বুদ্ধিজীবী হত্যায় ১০ সামরিক কর্মকর্তা জড়িত - সংগ্রামের নোটবুক

২০ ডিসেম্বর ১৯৭১ঃ বুদ্ধিজীবী হত্যায় ১০ সামরিক কর্মকর্তা জড়িত

কলকাতায় প্রবাসী বাংলাদেশ সরকারের এক মুখপাত্র বলেন তাদের কাছে খবর এসেছে যে বুদ্ধিজীবী হত্যায় একজন শীর্ষ পাক জেনারেল সহ ১০ সেনা কর্মকর্তা জড়িত। এ পর্যন্ত ৩৬০ জন বুদ্ধিজীবী হত্যার খবর তাদের কাছে পৌঁছেছে। আরও হত্যার পরিকল্পনা ছিল। কিন্তু কতক অফিসারের বুদ্ধিমত্তায় তারা রক্ষা পেয়েছে। পরাজয়ের দ্বারপ্রান্তে থাকার সময় বুদ্ধিজীবীদের সভা করার নামে ডেকে নেয়া হত কিন্তু সে সকল সভায় তেমন কেউ অংশ নেয়নি বিধায় অনেকে রক্ষা পেয়েছে। জামাতে ইসলামীর কিলিং স্কোয়াড আল বদর, আল শামস এর মাধ্যমে জেনারেল রাও ফরমান আলী এ সকল হত্যাকাণ্ড ঘটিয়েছেন। ব্রিটিশ এমপি জন স্টোন হাউজ বলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদী বুদ্ধিজীবী হত্যার পর বাংলাদেশে এ ধরনের ২য় ঘটনা ঘটল।
নোটঃ ১৪ তারিখের গভর্নর হাউজের সভায় অনেক শীর্ষ কর্মকর্তাদের আমন্ত্রন জানানো হয়েছিল। ঢাকায় ডাক্তারদের সমাবেশ আহবান করা হয়েছিল। চট্টগ্রামেও অনুরুপ এক সভা ডাকা হয়েছিল। ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় সভা করার নামে অনেককে ডেকে নিয়ে হত্যা করা হয়েছিল।
১০ কর্মকর্তারা রাও ফরমান আলী, ব্রিগেডিয়ার কাশিম, ব্রিগেডিয়ার বশির, ব্রিগেডিয়ার সাদউল্লাহ সহ ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার নাম বিভিন্ন ভাবে প্রকাশ হলেও। রাও ফরমান ১০ তারিখের পর অনেকটাই ক্ষমতাহীন ছিলেন। হামুদুর রহমান কমিশনের তদন্তে যাদের নাম এসেছে তাদের বেশীরভাগ ১০ জনের তালিকায় নেই।