৩ পৌষ ১৩৭৮ রবিবার ১৯ ডিসেম্বর ১৯৭১
এদিনের পাকিস্তানী খবরঃ পূর্বাঞ্চলে পাকবাহিনী শোচনীয় পরাজয় ও আত্মসমর্পণ এবং পশ্চিম পাকিস্তানে তাদের ন্যাক্কারজনক বিপর্যয়ে সেদেশের জনগণ ইয়াহিয়ার চরম ব্যর্থতার জন্য অবিলম্বে পদত্যাগের দাবী মুলে একজনসরকারী মুখপাত্র এদিন জানালেন।
An official spokesman said on Dec. 19 that “President Yahya Khan has decided to resign his office as soon as he hands over the government to representatives of the people tomorrow.”
Air Marshal Asghar Khan, leader of the “Freedom Movements’ said on বিপ্লবী বাংলাদেশ সরকারের সেক্রেটারী জেনারেল জনাব রুহুল কুদ্দুসের নেতৃত্বে স্বল্পসংখ্যক অফিয়ার ও কর্মচারীর উপস্থিতিতে ঢাকায় কেন্দ্রীয় সেক্রেটারীয়েট প্রতিষ্ঠার কাজ শুরু হয়। ঢাকার অফিস-কাছারী খুলতে শুরু করে। ওদিকে পাকিস্তানে ইয়াহিয়ার বিরুদ্ধে সারা পশ্চিম পাকিস্তান টলমল। মিঃ ভুট্টোকে দেশের ফেরার জন্য ওয়াশিংটনে জরুরী তলব পাঠানো হয়েছে মর্মে খবর জানা যায়। উল্লেখ্য বেসামরিক প্রশাসন পুনঃপ্রতিষ্ঠার কর্মসূচী কাগজপত্রে যত নির্ভুলভাবেই ব্যক্ত করা হোক, প্রায় ন’মাস দীর্ঘ এক রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের পর সারাদেশের প্রশাসন, অর্থনৈতিক অবকাঠামো, কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ইত্যাদি প্রতিটি ক্ষেত্রেই তখন বিপর্যস্ত অবস্থা বিরাজমান।
আইন ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য পুলিশ ও নিরাপত্তা বাহিনীর শক্তি ছিল নামেই মাত্র। দেশের আয়তন ও সমস্যার তুলনায় বাংলাদেশের নিজস্ব সৈন্যবলও ছিল অতিশয় নগন্য। দেশের অফিস-আদালত ছিল জনশূন্য, ডাক বিভাগ সম্পূর্ণ বন্ধ। সব বিভাগ প্রায় অচল; অসংখ্য ব্রিজ ও সেতু বিধ্বস্ত হও্যায় রেল ও সড়ক পথে যোগাযোগ প্রতিপদে বিঘ্নিত, সচল অসামরিক বাস ও ট্রাক বিরল বস্তু, যান্ত্রিক জলযান প্রায়াশঃই জলমগ্ন অথবা বিদ্ধস্তঃ ব্যাংক ৩ ডিসেম্বর থেকে প্রচিতল মুদ্রার আইনগত কোন মূল্য; স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা তহবিল বলতে কোন কিছুইর অস্তিত্ব নেই; কল-কারখানা সব বন্ধ; বন্দর অচল ও বহির্বাণিজ্য নিশ্চল।
অন্যদিকে পাকিস্তানী নির্যাতনের কবল থেকে জীবন ও সম্ভ্রব রক্ষার প্রচেষ্টায় দেশের ভিতরেই তখন দেড় থেকে দু কোটি লোকের উদ্বাস্তুর দশা; ভারতে আশ্রয়লাভকারী এক কোটি শরণার্থীকেও সেখানকার সাধারণ নির্বাচনের আগে স্বদেশ ফিরিয়ে আনার জন্য তাগিদ রয়েছে। মোট প্রায় আড়াই থেকে তিন কোটি লোকের পুনর্বাসন ছিল দেশের জরুরী সমস্যাগুলির মধ্যে সর্ববৃহৎ। খাদ্যশস্যের ঘাটতি ৪০ লক্ষ টন বলে অনুমিত। স্বাধীনতা অর্জনের অব্যবহিত পরে বাংলাদেশের দিগন্ত ছিল এমনই ঘোর মেঘাচ্ছন্ন। (মূলধারা ‘ ৭১ পৃঃ ২৩৯)
Reference:
একাত্তরের দশ মাস – রবীন্দ্রনাথ ত্রিবেদী