১৯ ডিসেম্বর ১৯৭১ঃ সচিবালয়ে অরোরা
ভারতের পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের অধিনায়ক লেঃ জেঃ জগজিৎ সিংহ অরোরা ঢাকায় পৌঁছেই সচিবালয়ে বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে বলেছেন প্রয়োজনের অতিরিক্ত একদিনও বাংলাদেশে ভারতীয় সৈন্য অবস্থান করবে না। বাংলাদেশ সরকারের অনুরধেই কিছু কাজ করার জন্য তারা রয়ে গেছে। কাজ গুলি হল যোগাযোগ বেবস্থা পুনঃ প্রতিষ্ঠা করা, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা, পণ্য সরবরাহ বেবস্থা ঠিক করা এবং শরণার্থী প্রত্তাবাসন ও পুনর্বাসনে সহায়তা করা। তিনি বলেন বাংলাদেশ সরকারকে যে কোন প্রয়োজনে সাহায্য দিতে ভারত প্রস্তুত আছে। বাংলাদেশের জনগনের সাহস এবং একাগ্রচিত্ততা নিয়ে স্বাধীনতা সংগ্রামে লিপ্ত হয়েছিল সেরূপ সাহস ও মনোবল নিয়ে তারা দেশকে সুখী ও সমৃদ্ধ করে গড়ে তুলতে পারবে। বাংলাদেশ সরকারের প্রশাসনের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল রুহুল কুদ্দুস অরোরাকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি অফিসারদের দেশপ্রেম নিয়ে কাজ করার জন্য জোর তাগিদ দেন। তিনি এর আগে বিমানবন্দর হতে সোজা বেগম মুজিবের বাস ভবনে গমন করে তাদের খোজ খবর নেন। সেখানে তিনি জানান শীঘ্রই শেখ মুজিব মুক্তি লাভ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।