১৮ ডিসেম্বর, ১৯৭১ঃ নতুন সরকার কার্যক্রম
প্রবাসী সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের ঢাকা উপস্থিতি
বাংলাদেশ সরকারের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজ ঢাকা এসে পৌঁছেছেন। এরা হলেন নব নিযুক্ত চাকুরী ও সাধারন প্রশাসন সচিব রুহুল কুদ্দুস এবং পুলিশের আই. জি আবদুল খালেক, অর্থ সচিব আসাদুজ্জামান।
পাকিস্তান বাহিনীর কারাগার থেকে মুক্ত কর্মকর্তাবৃন্দ
কারাগার থেকে এদিন মুক্ত হন দেশের কয়েকজন স্বনামধন্য সরকারী কর্মকর্তা। তারা হলেন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী এবং সম্প্রতি সচিব হিসেবে নিয়োগ পাওয়া আহমেদ ফজলুর রহমান, ফরিদপুরের এসপি নুরুল মোমেন খান, বরিশালের জেলা প্রশাসক আইয়ুবুর রহমান খান, বরিশালের এসপি এএইচএম ফখরুদ্দীন, এ এম ইউসুফ ডিসি ফরিদপুর, এমএ হায়াত এসডিও মাদারীপুর, এসএম ফরিদ এসডিও রাজবাড়ী, হাবিবুর রহমান এসডিও নারায়নগঞ্জ, লোকমান হসাইন চিফ ইঞ্জিনিয়ার টেলিফোন, মাকসুদ আলি খান পরিচালক টেলিফোন, সাইদুর রহমান বিভাগীয় প্রকৌশলী টেলিফোন, বশিরুল্লাহ চীফ অফিসার আইডিবিপি, আমানুল্লাহ অতিরিক্ত মহাপরিচালক ডাক বিভাগ।
সচিবালয়
আগামী কাল থেকে সচিবালয় এর কাজ শুরু হবে।
বেতার
বাংলাদেশ বেতারের সকল কেন্দ্রকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠানসূচী রিলে করার নির্দেশ দেয়া হয়েছে।
মিত্র বাহিনী
সরকারের এক নির্দেশে সকল রেল, সড়ক এবং বি আই ডব্লিউ টি কর্মচারীদের নিকটস্থ মিত্রবাহিনী কম্যান্ডের সাথে যোগাযোগ রাখতে বলা হয়েছে।
লুটতরাজ
গুলশানে কয়েকটি বাড়ীতে লুটপাটের সময় ২৫ জনকে আটক করা হয়েছে।