১৭ ডিসেম্বর ১৯৭১ঃ ঢাকায় শামসুজ্জহা
ঢাকায় বাংলাদেশ সরকারের প্রতিনিধে একেএম শামসুজ্জহা এমএনএ এক বিবৃতিতে বলেছেন দেশের সকল স্থানে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য জনগনের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন আত্মসমর্পণের লগ্ন হতেই আমাদের দায়িত্ব দেশ গড়ার। ধ্বংস স্তূপ থেকে আমাদের সোনার বাংলা গড়ে তুলতে হবে। তিনি বলেন বাংলাদেশে বসবাসকারী সকলেই বাংলাদেশের নাগরিক বঙ্গবন্ধুর এই অমরবানীর মর্যাদা রক্ষা করতে হবে এ ক্ষেত্রে ভাষার জন্য কাউকে বঞ্চিত করা যাবে না। আইন নিজেদের হাতে না নিয়ে দুষ্কৃতিকারী দালালদের সরকারের প্রতিনিধি বা মুক্তিবাহিনীর নিকট অর্পণ করুন। জনাব সামসুজ্জহা পরে ধানমণ্ডির ১৮ নং সড়কের বাড়ীতে অবস্থানরত মুজিব পরিবারকে দেখতে যান এবং তাদের খোজ খবর নেন।