১৭ ডিসেম্বর ১৯৭১ঃ রংপুর সারেন্ডার
রাতে ২২ মারাঠা লাইট রংপুর আক্রমনের জন্য অগ্রসর হয় পরে তা স্থগিত করা হয়। বিকেল ৩ টায় ব্রিজের কাছে মোতায়েন পাক বাহিনী সাদা ফ্লাগ উড়ায়। পরে রংপুর গেরিসনের ব্রিগেডিয়ার নাইম আনুষ্ঠানিক আত্মসমর্পণ প্রস্তাব পাঠান। রংপুরে পাকিস্তান ৩৪ ব্রিগেডের ব্রিগেডিয়ার নাইম ভারতীয় ৬৬ পার্বত্য ব্রিগেডের ব্রিগেডিয়ার শর্মার কাছে আত্মসমর্পণ করেন।