১৭ ডিসেম্বর ১৯৭১ঃ কর্নেল ওসমানীর সিলেট সফর
বদলী হেলিকপ্টারে সিএনসি ফেঞ্চুগঞ্জ থেকে কর্নেল ওসমানীর সিলেট ফিরে এসেছেন। সিলেটে তিনি শাহজালালের মাজার জিয়ারত করেন তাকে দেখে সেখানে বিপুল জনতা উপস্থিত হলে তিনি জনতার উদ্দেশে ভাষণ দেন। পরে তিনি সুরমা নদী নৌকায় পার হয়ে রেলস্টেশনে অবস্থানরত মুক্তি বাহিনীর কমান্ডার জিয়াউর রহমান ও অন্যান্য অফিসারদের সাথে দেখা করেন। সিলেটে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মুক্তিবাহিনীকে শহরে অবস্থান না করার জন্য ভারতীয় কমান্ডের অনুরোধ ছিল। এদিকে ওসমানীর পিআরও ঢাকায় ফিরে যাচ্ছেন। ওসমানী ফিরবেন ২০ তারিখ মঙ্গলবার তার সাথে ফিরবেন এডিসি শেখ কামাল। ওসমানীকে আনার জন্য মুজিবনগর সরকার সিলেটে বিশেষ বিমান পাঠাচ্ছে। একে খন্দকার একই বিমানে সিলেট হয়ে ঢাকা আসছেন।