২১ ফেব্রুয়ারি, ১৯৭১
যুদ্ধকালীন শহীদ মিনার থেকে সাধিন বাংলার প্রথম একুশ।ধ্বংসপ্রাপ্ত মিনারে মসজিদ স্থাপন করা হয়েছিল। দণ্ডায় মান পিলারের পরিবর্তে কাঠের স্তম্ভ বানানো হয়। ১৭ ডিসেম্বর শিল্পীরা গান গেয়ে স্বাধীন বাংলাদেশে শহীদ মিনারের অস্তিত্ব নতুন করে তুলে ধরে। একই দিন ছাত্র ইউনিয়ন ন্যাপ মুক্তিযোদ্ধারা সেখানে উল্লাস প্রকাশ করেন। আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমান রাত পৌনে ১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। শহীদ মিনারে প্রদত্ত এক ভাষণে তিনি ঘরে ঘরে প্রস্তুত থাকার জন্য জনসাধারণের প্রতি আহবান জানান। তিনি বলেন, ’৫২তে যে ষড়যন্ত্রের শুরু, সেই ষড়যন্ত্র আজও অব্যাহত আছে। ভবিষ্যতে আরও কঠিন হতে পারে।