২ মার্চ, ১৯৭১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে অনুষ্ঠিত ছাত্রলীগের আয়োজনে ঐতিহাসিক ছাত্রসমাবেশে বাংলাদেশের নতুন প্রস্তাবিত পতাকা (১৯ ফেব্রুয়ারী প্রথম প্রদর্শন) উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন করেন ডাকসু ভিপি আ.স.ম আবদুর রব। সঙ্গে ছিলেন ছাত্র সংগ্রাম পরিষদের নেতা ও সাবেক ডাকসু ভিপি তোফায়েল আহমদ, ডাকসুর সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস মাখন এবং ছাত্রলীগ সভাপতি নূরে আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ। বিশাল এই সভাতে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার সংকল্প ঘোষণা করা হয়। সভার শুরুতে সমবেত ছাত্রসমাজ বঙ্গবন্ধুর নেতৃত্ব ও নির্দেশ অনুযায়ী স্বাধীনতার সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথ গ্রহণ করে। সভা শেষে এক বিরাট শোভাযাত্রা স্বাধীনতার শ্লোগান দিতে দিতে বায়তুল মোকাররম গমন করে।