১৬ ডিসেম্বর ১৯৭১ঃ ময়নামতিতে আত্মসমর্পণ
কয়েকদিন ধরে এখানে মিত্র বাহিনীর ব্রিগেডিয়ার জশ বক্সীর ১৮১ ব্রিগেড(৬ জাঠ, ৯ কুমাউন, ১৪ কুমাউন) তাদের চারদিক থেকে অবরুদ্ধ করে রাখে। মিত্র বাহিনীর এখানে পূর্ণ আক্রমন না করার পিছনে কারণটা ভৈরবের মতই। এখানে ঘেরাওকালিন সময়েই মিত্রবাহিনী ঢাকা শহর ৩ দিক থেকে ঘিরে ফেলে। দক্ষিনে তখন যোগাযোগ বিচ্ছিন্ন এলাকা বলে সেখানে ফাকা রাখা হয়। এমনিতেই সেখানে নিয়মিত বিমান ও আর্টিলারি হামলা অব্যাহত ছিল। ময়নামতিতে পাকিস্তানীদের দুইটি ডিভিশনের দুইটি ব্রিগেডের(৫৩ ও ১১৭) অবশিষ্ট সামান্য সৈন্য ছিল। কুমিল্লায় এর আগে তিন দফায় দুই তৃতীয়াংশ সেনা আত্মসমর্পণ করেছিল। এখানে এদিন আক্রমনের মুখে ব্রিগেডিয়ার শেখ মনশুর হোসেন আতিফ এর ১১৭ (২৩, ৩০পাঞ্জাব,২৫ এফএফ, ১২ আজাদ কাশ্মীর) ও ব্রিগেডিয়ার আসলাম নিয়াজির ৫৩ ব্রিগেডের(১৫,৩৯ বালুচ) প্রায় ৫০০০ সৈন্য ভারতীয় ২৩ ডিভিশন অধিনায়ক মেজর জেনারেল আর,ডি,হীরার কাছে আত্মসমর্পণ করেন। আতিফ আগে পাকিস্তান হকি টীমের ক্যাপ্টেন ছিলেন। তিনি ক্যাপ্টেন থাকাকালে ভারতের সাথে দুইবার মোকাবেলায় দুইবার হেরেছিলেন। এই হারায় তিনি তাদের বলেন এ নিয়ে তিনবার হারলাম।