১৬ ডিসেম্বর ১৯৭১ঃ জাতির উদ্দেশে ইয়াহিয়ার ভাষণ
খণ্ডিত পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আজ গ্রিনিচ ১৪ টা ১৫ মিনিটে উর্দুতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি বলেন আমি আপনাদের সামনে আবারো দেশের কঠিন পরিস্থিতি নিয়ে মুখোমুখি হয়েছি। এ পরিস্থিতি চাপিয়ে দিয়েছে শত্রু আমাদের প্রতিবেশী দেশ। তারা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তাদের আগ্রাসন এখনও চলমান। আমাদের সেনাবাহিনী শত্রুর সাথে যেভাবে লড়েছে তা দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তারা নিজেদের পুনরায় ইসলামের বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। শত্রুরা আমাদের বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। আমরা পূর্ব পাকিস্তানে শক্তি বৃদ্ধির জন্য সমুদ্র ও বিমান পথ ব্যাবহার করতে পারিনি। তাদের শত বাধা সৃষ্টি সত্ত্বেও আমাদের বাহিনী বীরত্ব দেখিয়েছে। শত্রুরা বৃহৎ একটি দেশের সমর্থন পেয়েছে। তাদের সহযোগিতায় শত্রুরা আমাদের পূর্ব পাকিস্তানে ঘায়েল করেছে। এ ধরনের যুদ্ধের ক্ষেত্রে যুদ্ধ শেষ হয়ে যায় না। আল্লাহর রহমতে একদিন আমরা বিজয়ী হব।
আমি আমাদের পূর্ব পাকিস্তানের ভাইদের যারা শত্রুদের হাতে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি গভীর সহমর্মিতা জানাই। আমরা ১২ কোটি মুসলমান অনন্তকাল যুদ্ধ করব, চরম ত্যাগ স্বীকার করব। পৃথিবীর সকল দেশ প্রত্যেকটি দেশের একটি সীমারেখাকে স্বীকার করে, জাতীয় সংহতিকে স্বীকার করে। আমাদের সকল কর্মসূচী জাতিসংঘ সমর্থন করেছে। আমরা প্রতিবেশীর সীমানাকে শ্রদ্ধা করি জাতিসংঘের সকল সিদ্ধান্ত মানি। আমরা একা নই আমাদের সাথে আছে চীন যুক্তরাষ্ট্র। আমাদের সাথে আছে আরব দেশ আছে আফ্র এশিয়ান দেশ সমুহ। আমাদের কণ্ঠ সবসময়য় জাতীয় সংহতির পক্ষে। আমাদের সৈন্যরা বিশ্রাম নিবে না তারা শত্রুদের বিতারন করেই ছাড়বে। (আংশিক)